আলিপুরদুয়ার: বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের খাটিয়া কালচার অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। গ্রামে গ্রামে গিয়ে খাটিয়ায় বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে উপদেশ দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। খাটিয়া না হলেও দাওয়ায় বসে গ্রামবাসীদের সমস্যার কথা শুনতে দেখা গেল এসডিও, বিডিওকে। বুধবার আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার এবং আলিপুরদুয়ার (Alipurduar) ২-এর বিডিও চিরঞ্জিত সরকারকে টটপাড়া-১ গ্রাম পঞ্চায়েতে এলাকার অন্তর্গত তেলেশ্বরগুড়ি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন।
রাজ্য সরকারের চার পর্যায় দুয়ারে সরকার শিবির হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত জেলা প্রসাশন বিভিন্ন চা বাগান এলাকাতে বিশেষ দুয়ারে সরকার শিবির করেছে। এবার প্রশাসনিক কর্তারা বিভিন্ন চা বাগান এলাকায় গিয়ে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছেন কি না, সেই বিষয়ে খোঁজ নেবেন। এবিষয়ে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, আগামীতে জেলার সব ব্লকেই চা বাগান এলাকায় এভাবেই বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হবে এবং শহর এলাকায় এই মডেলে কাজ হবে। দুয়ারে সরকার শিবিরগুলোয় মানুষ পরিষেবা পেয়েছে। তবুও যদি গ্রামের একজন লোকও কোনও পরিষেবা না পেয়ে থাকেন, আমরা তাঁদের কাছে পৌঁছোনোর চেষ্টা করছি।
আরও পড়ুন: Falakata | জল কমায় রাতেই ডাইভারশন সারাই, স্বাভাবিক হল যান চলাচল