সোনাপুর: ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা বেজে কয়েক মিনিট। তপসিখাতা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই শিরুবাড়ি আইসিডিএস সেন্টারের সামনে একটি গাড়ি এসে পৌঁছেতেই সবার নজর গেলো গাড়ির দিকে। গাড়ি থেকে কয়েকজন নেমেই সোজা ঢুকে গেলো আইসিডিএস সেন্টারে। বিভিন্ন জিনিস খাতিয়ে দেখে দিদিমণির সাথে যখন ওই লোক গুলো কথা বলছে, তখন হা করে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছিল ছোট্ট অলোক, নিসান্ত, দীপ্তিরা। ওই লোক গুলোর মধ্যে একজন এসে আবার ওদের ক্লাসও নিল। শুক্রবার এমন করেই বিভিন্ন আইসিডিএস সেন্টারে সারপ্রাইজ ভিজিট করলেন মহকুমা শাসক বিপ্লব সরকার।
এদিন সকাল থেকে আলিপুরদুয়ার -১ ব্লকের পাটকাপাড়া চা বাগান এলাকায় বিভিন্ন আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন মহকুমা শাসক। শিরুবাড়ি ছাড়াও মাকরাকোনা, হাসপাতাল লাইন এবং উত্তর পাটকাপাড়া এলাকার আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন মহকুমা শাসক। মহকুমাশাসক বলেন, ‘বিভিন্ন সময় আমরা এই রকম ভিজিট করি। এদিন আইসিডিএস সেন্টার গুলোয় গিয়ে দেখা হয়েছে সেখানে সব পরিকাঠামো ঠিক আছে, কি না। বাচ্চাদের সাথে কথা হলো, মায়েদের সাথেও কথা হলো। সব জায়গায় মোটামুটি ঠিকই আছে।