ডিজিটাল ডেস্ক : যদি আপনি লুকিয়ে আপনার স্বামীর মোবাইল অনবরত চেক করে থাকেন, তাহলে অবিলম্বে সাবধান হন। কারণ আপনার জীবনেও নেমে আসতে পারে বিচ্ছেদের কালো মেঘ। প্রসঙ্গত, কিছুদিন আগে দক্ষিণ কলকাতার এক ব্যক্তি আলিপুর জেলা জজ কোর্টে মামলা করেন। অভিযোগ, তাঁর উপর মানসিক অত্যাচার করছে তাঁর স্ত্রী। জানা যায়, মামলাকারীকে তাঁর স্ত্রী সন্দেহ করে অন্য মহিলার সাথে সম্পর্ক রয়েছে বলে। এবং এই কারণে স্বামীর ফোন লুকিয়ে দেখতেন স্ত্রী। আদালতের নজরে স্বামীর ফোনে লুকিয়ে নজরদারি চালানো কার্যত মানসিক অত্যাচারের সমান। আর তাই নিম্ন আদালত বিবাহবিচ্ছেদে সীলমোহর দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন স্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্ট বিচার বিবেচনা করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল। স্বাভাবিকভাবেই এরকম কারণে বিবাহবিচ্ছেদ আশ্চর্য হলেও এবার সত্যি হল।
আরও পড়ুন : জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু, জোর জল্পনা