অনলাইন ডেস্ক: আন্টার্কটিকায় খোঁজ মিলল ভেঙে পড়া ইউএফও-র! এমনই ছবি ধরা পড়ল গুগল আর্থে। ইতিমধ্যেই গুগল আর্থ ঘেটে আন্টার্কটিকায় বিশালাকায় চাকতির মতো এক বস্তুর খোঁজ পেয়েছেন এক ব্যক্তি। স্কট সি ওয়ারিং নামের স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞের দাবি, বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিন্গ্রহের প্রাণীদের। সেটি বরফের উপর আছড়ে পড়েছে বলেই তাঁর দাবি।
ওয়ারিংয়ের আরও দাবি, আন্টার্কটিকার সেই ছবিই প্রমাণ করছে যে ভিন্গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে যাতায়াত করে। যদিও ওয়ারিংয়ের এই সব দাবি মানতে নারাজ বিজ্ঞানীরা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial