শিলিগুড়িঃ দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে গাঁজা (Cannabis) উদ্ধার করল জিআরপি শিলিগুড়ি। জানা গেছে ১৫৮৪৩ ডাউন সিকিম-মহানন্দা এক্সেপ্রেসে রুটিন তল্লাশি চালাতে গিয়ে সিটের নীচে সন্দেহজনক তিনটি ব্যাগ নজরে আসে পুলিশকর্মীদের। এরপরই ব্যাগের মালিকের খোঁজ না মেলায় সন্দেহ আরও বেড়ে যায়। এরপরই ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে প্রচুর পরিমানে গাঁজা। মোট গাজার পরিমাণ ১৪ কেজি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যেই ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কাওকেই গ্রেপ্তার করতে পারেনি জিআরপি।
অন্যদিকে এদিন উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি উদ্ধার করে মোট ২৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা। এর মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হয় ২ কেজি গাঁজা, নিউ কোচবিহার স্টেশন থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মালদা স্টেশন থেকে উদ্ধার হয় ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা। এই তিনটি ঘটনাতেই পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ