সানি সরকার, শিলিগুড়ি: উৎসবের প্রদীপ জ্বলে ওঠার আগেই ল্যান্ডওভারের চাকা গড়াবে পাহাড়ের পথে। নতুন ডেস্টিনেশনের খোঁজ দিতে আকাশে ডানা মেলবে প্যারাসুট। নতুন লক্ষ্য নিয়ে এবার পাহাড়-সমতলে হতে চলেছে তৃতীয় বর্ষ বেঙ্গল হিমালয়ান কার্নিভাল (Himalayan Carnival)।
শুক্রবার দার্জিলিংয়ে বিজনবাড়িতে শুরু হয়ে উৎসব শেষ হবে সোমবার কালিম্পংয়ের চুইখিময়ে। রবিবার উৎসবের দ্বিতীয় দিনের যাবতীয় অনুষ্ঠান হবে ডুযার্সের লাটাগুড়িতে। পর্যটন দপ্তর এবং গোর্খাল্যান্ড টেরিটোরিযাল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় কার্নিভালের আযোজক হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে রাজ বসু বলেন, হিমালয় বলতে একটা সময় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো কযেকটি রাজ্য পর্যটকদের কাছে পরিচিত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গেও যে হিমালয় রয়েছে, তা এখন জানতে পারছেন অনেকে। ফলে নতুন নতুন ডেস্টিনেশন সামনে নিয়ে আসার প্রযোজনীয়তা দেখা দিয়েছে। ওই লক্ষ্যেই এবারের কার্নিভাল।
ভবিষ্যতে বিজনবাড়ি হয়ে উঠতে পারে প্যারাগ্লাইডিংয়ে নতুন ঠিকানা, যার জন্য একটি এলাকাকে চিহ্নিত করে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের নজরে আনতে চাইছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সূচনার জন্য তাই বেছে নেওয়া হয়েছে বিজনবাড়িকে। তবে পর্যটনের এই উৎসবকে এবার অন্যমাত্রা দিতে কার্নিভাল শুরুর আগের দিন ২৬ জানুয়ারি মানেভঞ্জন থেকে বিজনবাড়ি পর্যন্ত চলবে ৮টি ল্যান্ডওভার। যাতে শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের। ২৯ জানুযারি কার্নিভালের দ্বিতীয় দিন মালবাজার থেকে লাটাগুড়ি সাইকেল র্যালি, চালসা থেকে বাতাবাড়ি টুরিস্ট লজ পর্যন্ত রোড রেসেরও আয়োজনও করেছে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এমন কিছু ইভেন্ট রাখা হয়েছে, যাতে পর্যটকরাও শামিল হতে পারেন। তাঁদের সামনে আমরা এক নতুন পর্যটন ভাবনা তুলে ধরতে চাইছি। কালিম্পংয়ে চুইখিমের রাস্তা কার্যত বেহাল। এরপরেও কেন সমাপ্তি অনুষ্ঠানের জন্য পাহাড়ের এই জায়গাটি নির্বাচিত করা হল? সংগঠনের সভাপতি সন্দীপ দাস, রাজেশ সরাফদের বক্তব্য, রাস্তাটি নতুন করে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই ধরনের জায়গাগুলি বেছে নেওয়ার পিছনেও রয়েছে পরিকাঠামো উন্নয়নের বিষয়টি। তাছাড়া উৎসবের মধ্যে দিয়ে নতুন এলাকাকে তুলে ধরা লক্ষ্য। সংগঠনের কার্যকরী সদস্য ও বিজনবাড়ির পর্যটন ব্যবসায়ী প্রেক্ষা শর্মা বলছেন, ‘প্রতিটি এলাকার প্রকৃতি, সংস্কৃতি, স্থানীয় খাবার তুলে ধরা হবে। চুইখিময়ে থাকবে পাখি পর্যবেক্ষণের ব্যবস্থা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।