বালুরঘাট: বড় বিমান ওঠানামার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠেছে ছোট রানওয়ে। তাই এই রানওয়ের সম্প্রসারণের কাজ শুরু করতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, রাজ্য পরিবহন দপ্তর এবং জেলা ভূমি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করলেন। রানওয়ের সম্প্রসারণের জমি কীভাবে জোগাড় করা যাবে এদিন সে বিষয়টি খতিয়ে দেখেন পরিদর্শনে আসা দলটি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বালুরঘাট বিমানবন্দরের রানওয়েটি ১৩৮০ মিটার লম্বা। এই রানওয়েতে ছোট বিমান ওঠানামা করানো সম্ভব। কিন্তু বড় বিমান ওঠানামা করাতে অন্তত ১৮০০ মিটার লম্বা রানওয়ের প্রয়োজন। বুধবার পরিদর্শনকারী দলটি সম্প্রসারণের কাজে অতিরিক্ত জমির খোঁজে সমীক্ষা চালান। জানা গিয়েছে, বর্তমানে রানওয়ের একদিকে বেশ খানিকটা সরকারি জমি রয়েছে, তবে অন্য প্রান্তেও জমির প্রয়োজন রয়েছে। তবে সেদিকে বেসরকারি জমি থাকায়, কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ওই জট কাটিয়ে সেই জমি অধিগ্রহণের প্রয়োজন। এদিন পরিদর্শনকারী দলটি এমনই রিপোর্ট জেলা শাসককে দিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি এ জানান, বালুরঘাট বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি, রাজ্য পরিবহণ দপ্তর এবং জেলা ভূমি দপ্তরের ভিজিট হয়। বড় বিমান চলাচলের ক্ষেত্রে ১৮০০ মিটার রানওয়ের প্রয়োজন। প্রয়োজনীয় জমির ব্যবস্থা দ্রুত করা হবে।
আরও পড়ুন : পুরভোটের আগে বালুরঘাটে স্ট্রং রুম পরিদর্শনে পুলিশ আধিকারিকরা