ডিজিটাল ডেস্ক : এবার রাজ্যের উচ্চপদে থাকা পুলিশ কর্মীদের পদ পরিবর্তন করা হল। রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়কে সরিয়ে দিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে সিনিয়র অফিসার পীযূষ পান্ডেকে। প্রসঙ্গত, পীযুষ পান্ডে একসময় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি (প্রভিশনাল) পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নীরজ কুমার সিংকে রাজ্যের প্রশাসনিক এডিজি থেকে বদলি করে হোম গার্ড রাংকের এডিজি করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে (অতিরিক্ত) ডিরেক্টর অফ সিকিউরিটি পদে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত রবিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যেভাবে অনধিকার প্রবেশ হয়েছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সুতরাং রাজ্য পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পেছনের কারণ যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, তা নিঃসন্দেহে বলা যায়।
কিশোরীকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা
আসানসোল: ১৪ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল সৎ বাবা। দু’বছরেরও বেশি সময় ধরে আসানসোল(Asansol) আদালতে চলা এই মামলার...
Read more