কারাইকাল (তামিলনাড়ু): অষ্টম শ্রেণির পড়ুয়া এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী। মঙ্গলবার তামিলনাড়ুর কারাইকালের (Karaikal) একটি সরকারি বোর্ডিং স্কুলে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম মহম্মদ আলি। সে দশ বছর ধরে ওই স্কুলে কর্মরত। অভিযোগ, ওই নিরাপত্তারক্ষী ছাত্রীকে যৌন হেনস্তা করেছে। ওই কিশোরী বিষয়টি প্রথমে তার বাবা-মাকে জানায়। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোটুচেরি থানা। কারাইকাল আদালতে তোলা হলে বিচারক ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, বোর্ডিং স্কুলে ছাত্রী যৌন নির্যাতনের শিকার হওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
আরও পড়ুন : অস্ত্রোপচার করতে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন মহিলা, দুটি কিডনিই কেটে নিল ভুয়ো চিকিৎসক