মাটিগাড়া: সরকারি গ্রন্থাগারের নিরাপত্তারক্ষী গ্রন্থাগার বন্ধ করে শিবমন্দির বইমেলায় দিচ্ছেন নিরাপত্তা। এমনই অভিযোগ উঠল মাটিগাড়া (Matigara) ব্লক হিমাচল বিহারে অবস্থিত ‘মাটি সাথী’ সরকারি অতিরিক্ত জেলা গ্রন্থাগারের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।
হিমাচল বিহারের আবাসিকদের অভিযোগ, গ্রন্থাগার সময়মতো খোলা হয় না এছাড়া বইয়ের সংখ্যা বাড়াতে বললে গ্রন্থাগারিক ক্ষেপে উঠেন। মাটি সাথী গ্রন্থাগারের খাতা কলম অনুযায়ী ছয় জন নিরাপত্তারক্ষী মাইনে পাচ্ছেন। যেখানে গ্রন্থাগার দেখাশোনার জন্য মাত্র দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে এবং একজন ডেটা অপারেটর যিনি অতিরিক্ত কাজের জন্য ২ জনের মাইনে পাচ্ছেন যাদের সম্পূর্ণভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। ২১ জানুয়ারি গ্রন্থাগারের নিরাপত্তারক্ষী গ্রন্থাগার বন্ধ করে প্রায় এক সপ্তাহ থেকে শিবমন্দিরে মহকুমা পরিষদের থেকে আয়োজিত বইমেলায় দিচ্ছেন নিরাপত্তা। শুধু তাই নয় সপ্তাহে একদিন গ্রন্থাগার খোলা হয় কিন্তু সেটিও সময় মত হয় না। এছাড়া সেখানে নেই পর্যাপ্ত পরিমাণে বই যার ফলে অসুবিধায় পড়তে হয় ছাত্রছাত্রীদের।
এবিষয়ে শিলিগুড়ির অতিরিক্ত গ্রন্থাগারিক সৈকত গোস্বামী বলেন, ‘এজেন্সির মাধ্যমে নিরাপত্তারক্ষীদের এবং তাদের কাজের সময় ঠিক করা হয়। কে কখন ডিউটি করবেন তা সম্পূর্ণ এজেন্সির ওপর নির্ভর করে।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।