ডিজিটাল ডেস্ক : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রার সূচনা হয়েছিল। এই যাত্রা এবার শেষের পথে। ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন
রাহুল গান্ধি(Rahul Gandhi)। কিন্তু শুক্রবার শুরুতেই ধাক্কা খেল ভারত জোড়ো যাত্রা। জানা গিয়েছে, নির্ধারিত স্থানের আগেই রাহুল গান্ধি তাঁর ভারত জোড়ো যাত্রা থামিয়ে দেন। তার কারণ হিসেবে জানা যায়, কংগ্রেস সাংসদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেক্ষেত্রে দায় বর্তায় জম্মু ও কাশ্মীর পুলিশের ওপর। কিন্তু এবার পালটা বক্তব্য জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
পুলিশের বক্তব্য, রাহুল গান্ধি নির্ধারিত জায়গার আগে হাঁটা থামিয়ে দিয়েছিলেন কেন তা তাঁরা জানেন না। তবে রাহুল গান্ধি হাঁটতেই পারতেন বলে জানিয়েছে পুলিশ। একইসাথে জানানো হয়েছে, রাহুল গান্ধির জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল। তার নিরাপত্তা বলয়ের সামনে ১৫ কোম্পানি সিএপিএফ এবং ১০ কোম্পানি জম্মু ও কাশ্মীর পুলিশ ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার কথা জানিয়েছেন টুইটে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সব মিলিয়ে কাশ্মীরে পৌঁছালেও রাহুল গান্ধি তাঁর ভারত জোড়ো যাত্রা সম্পূর্ণ করতে পারবেন কিনা, তাই নিয়ে বাড়ছে কৌতুহল। পাশাপাশি রাহুল গান্ধির নিরাপত্তার দিকেও থাকছে নজর।