কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় মোট ৭০ জন প্রার্থী লড়াই করবেন। জেলা নির্বাচন কমিশন দপ্তর সূত্রে জানা গিযেে, কোচবিহার দক্ষিণ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে আরও একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাহার করেছেন। জেলার কোন বিধানসভা কেন্দ্রে কতজন প্রার্থী লড়ছেন দেখে নিন,
মেখলিগঞ্জ – ৯ জন
- Advertisement -
মাথাভাঙ্গা – ৮ জন
কোচবিহার (উত্তর) – ৭ জন
কোচবিহার (দক্ষিণ) – ৯ জন
শীতলকুচি – ৭ জন
সিতাই – ৯ জন
দিনহাটা – ৬ জন
নাটাবাড়ি-৭ জন
তুফানগঞ্জ – ৮ জন