উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গায় দু’লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধারBy Online Desk - November 23, 2019389মাথাভাঙ্গা, ২৩ নভেম্বরঃ প্রায় দু’লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল মাথাভাঙ্গা বন বিভাগ। শনিবার অভিযান চালিয়ে মাথাভাঙ্গা হিন্দুস্থান মোড় এলাকা থেকে সেগুন কাঠ উদ্ধার করেন বনকর্মীরা। আটক করা হয়েছে একটি পিকআপ ভ্যান।