মেটেলি, ১৫ ফেব্রুয়ারি: গরুমারা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় ড্রোন ক্যামেরা ওড়ানোর অভিযোগে ড্রোন ক্যামেরাটি বাজেয়াপ্ত করল বনদপ্তর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে। জানা গিয়েছে, মূর্তির একটি বেসরকারি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান চিলছিল। ওই অনুষ্ঠান থেকেই ড্রোন ক্যামেরাটি ওড়ানো হয়। ক্যামেরাটি একসময় গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি বিট অফিসের উপরে চলে আসে। ড্রোনটিকে উড়তে দেখে মূর্তি বিটের বনকর্মীরা ওই রিসোর্টে গিয়ে ড্রোনটি বাজেয়াপ্ত করে মূর্তি বিট অফিসে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে মূর্তি বিট অফিসে যায় গরুমারা নর্থের রেঞ্জার সরদ ছেত্রী। তিনি বলেন, ‘অনুমতি ছাড়াই ড্রোনটি অভয়ারণ্য সংলগ্ন এলাকায় ওড়ানো হচ্ছিল তাই সেটি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে’।
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য, ভাইরাল ভিডিওতে শোরগোল হরিশ্চন্দ্রপুরে
Read more