গান্ধিনগর: গুজরাট উপকূলে সোমবার ৪০০ কোটি টাকার হেরোইন সহ ধরা পড়ল পাকিস্তানি নৌকা। ঘটনায় ৬ জন ক্রু মেম্বারকেও আটক করা হয়েছে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপকূলরক্ষাবাহিনী এবং গুজরাট পুলিশের দুর্নীতিদমন শাখার যৌথ অভিযানে গুজরাট উপকূল থেকে ‘আল হুসেইনি’ নামে একটি পাক নৌকা আটক হয়েছে। নৌকাটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। নৌকাটি থেকে ৭৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০০ কোটি টাকা। তবে ওই বিপুল পরিমাণ মাদক ভারতের দিকে কেন আনা হচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial