হলদিবাড়ি: ভারতীয় সংবিধানের আদর্শ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে ড. বি আর আম্বেদকরের ভূমিকা নিয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হল হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে। শুক্রবার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবকুমার মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. রঞ্জিতা চক্রবর্তী, কলেজের অধ্যক্ষ তরুণ বন্দ্যোপাধ্যায় সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকরা।
কলেজের অধ্যক্ষ তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদিনের সেমিনারের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের সুনাগরিক হওয়ার জন্য ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা, সামাজিক দ্বায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা। সঙ্গে বর্তমানে আঞ্চলিকতা, জাতীয়তাবাদ, জাতপাত, বর্ণ বিদ্বেষ সহ বিভিন্ন কারণে সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে তা রোধে ছাত্রছাত্রীরা ভূমিকা গ্রহণ করে সুষ্ঠু সমাজ গড়ে তোলে আগামী প্রজন্মকে উপহার দিতে উদ্বুদ্ধ করাই সেমিনারের মূল উদ্দেশ্য।