কলকাতা: অসমে আশ্রয় নেওয়া মহারাষ্ট্রের(Maharashtra) বিধায়কদের বাংলায় পাঠান, গেরুয়া শিবিরের নেতাদের উদ্দেশ্যে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে বিজেপি সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বলেও বৃহস্পতিবার পদ্ম শিবিরের উদ্দেশ্যে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিজেপি সরকার দ্বারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে বুলডোজ করা হয়েছে। আমি দুঃখিত, দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।’ এদিকে, গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে আশ্রয় নিয়েছেন মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়করা। সেই হোটেলের বাইরে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। মমতার অভিযোগ, বিজেপি মহারাষ্ট্রের মহা বিকাশ আঘারি সরকারকে ফেলার চেষ্টা করছে। কেন ওই বিধায়কদের বন্যা কবলিত অসমে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। খানিকটা কটাক্ষের সুরে গেরুয়া শিবিরের নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘অসমে আশ্রয় নেওয়া মহারাষ্ট্রের বিধায়কদের বাংলায় পাঠান। আমরা তাঁদের ভালো আতিথেয়তা করব।’ র্যাডিসন ব্লু হোটেলের বাইরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের পরই মুখ্যমন্ত্রী এই বিবৃতি দিয়েছেন।
বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল পুরাতন মালদায়
পুরাতন মালদা: আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পুরাতন মালদা (Old Malda) ব্লকে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল। আগামী...
Read more