ডিজিটাল ডেস্ক : তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। এবার তৃণমূলের (Tmc) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ। এবং সেই অভিযোগ তুললেন তৃণমূলেরই এক কর্মী। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের ময়াল গ্রামে। জানা গিয়েছে, খানাকুলের পঞ্চায়েত প্রধান দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন এলাকার এক তৃণমূল কর্মী শেখ সজল। আর অভিযোগ করার কারণে ওই তৃণমূল কর্মীকে ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত তৃণমূল কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শুয়ে তৃণমূল কর্মী শেখ সজল গ্রামের পঞ্চায়েত প্রধানের দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন। যদিও সেই পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে শেখ সজলের পরিবারের তরফ থেকে পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামী নয় জনের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কার্যত পঞ্চায়েত নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ব্যাপক অস্বস্তির সৃষ্টি করেছে।