খড়গপুর, ৭ জুনঃ ডিউটি শুরুর আগে সার্ভিস রিভলভার থেকে গুলি ছিটকে গিয়ে মৃত্যু হল এক এসআই-এর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে খড়গপুর টাউন থানায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
জানা গিয়েছে ওই এসআই-এর নাম উত্তম দে। তাঁর বাড়ি হুগলির চণ্ডীতলার শিয়াখালা গ্রামে। ঘটনায় এসপি আলোক রাজোরিয়া জানান, ডিউটি শুরুর আগে উত্তমবাবু সার্ভিস রিভলভার নিতে গিয়ে যান। তখনই তাঁর হাত থেকে রিভলভারটি পড়ে যায়। সেটি তুলতে গিয়ে ট্রিগারে হাত লেগে গুলি বেরিয়ে যায়। বুকে গুলি লাগার ফলে ঘটনাস্থলেই মৃতু হয় তাঁর।’