ডিজিটাল ডেস্ক : সময়ের সাথে সাথে রাজ্যজুড়ে করোনার খাবা চওড়া হচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে অফিস কাছারি সর্বত্র করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। কলকাতা পুরসভার অন্দরেও হানা দিয়েছে করোনা। জানা গিয়েছে, কলকাতা পুরসভার অন্তত হাজার জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রায় আড়াইশো জন কর্মী রয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে জঞ্জাল সাফাই বিভাগ, কমিশনার ও সচিব বিভাগ, পুরসভার জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এত ব্যাপক সংখ্যক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় কলকাতা পুরসভার অনেকগুলি কাজ এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে করোনার মোকাবিলায় কনটেইনমেন্ট জোন এবং করোনার টিকাকরণের ওপর জোর দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার সমস্ত কাজ কবে স্বাভাবিক হবে সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন : করোনায় সংক্রামিত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়