ওয়াশিংটন, ৭ জুনঃ মার্কিন প্রেসিডেন্টের ইফতার পার্টি বয়কট করতে চলেছে বিভিন্ন মুসলিম সংগঠন। ওই সংগঠনগুলির দাবি, ট্রাম্পের মনোভাব মুসলিম বিরোধী।ক্ষমতায় আসার পর গত বছর হোয়াইট হাউসে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। বহু বছর ধরে চলে আসা রেওয়াজে কোপ পড়ায় অনেকেই তখন সরব হন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা সান্ডার্স জানিয়েছেন, ইফতার পার্টিতে এখনও পর্যন্ত ৩০ থেকে ৪০ জন উপস্থিত থাকার কথা জানিয়েছেন। ট্রাম্পের আগের জমানায় নিয়মিত ইফতার পার্টিতে অংশ নেওয়া মুসলিম সংগঠনগুলিতে জানিয়েছে, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প মুসলিমদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করে গিয়েছেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুসলিমদের সংযোগ ক্রমশ কমেছে।