তুফানগঞ্জ ও কোচবিহার: রাজ্য সরকারের ঘোষিত ৪৫ দিনের গরমের ছুটি বাতিলের দাবিতে তুফানগঞ্জের মহকুমা শাসককে স্মারকলিপি দিল এআইডিএসও। এআইডিএসওর তুফানগঞ্জ মহকুমা সম্পাদক শিবু রায় বলেন, ‘উত্তরবঙ্গে বর্তমানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। রাতে কম্বল গায়ে দিতে হচ্ছে। অথচ রাজ্য সরকার ৪৫ দিনের গরমের ছুটি ঘোষণা করেছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। রাজ্য সরকার শিক্ষাকে পি পি মডেল বানানোর চেষ্টা করছে। ৪৫ দিনের ছুটি এখনও পর্যন্ত নাজিরবিহীন ঘটনা। আমরা চাই রাজ্য সরকার তার সিদ্ধান্ত বদল করুক।’ এদিন মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন এআইডিএসওর তুফানগঞ্জ মহকুমা কমিটির সভাপতি রমাকান্ত সরকার।
অন্যদিকে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং টানা ৪৫ দিন বিদ্যালয়ে গরমের ছুটির প্রতিবাদ জানাল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এদিন তারা ডিআই অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। সমিতির কোচবিহার জেলা সম্পাদক পরিতোষ সরকার বলেন, ‘যে কারণ দেখিয়ে এই ছুটি দেওয়া হয়েছে তা মেনে নেওয়া যায়না। এতে শিক্ষার ব্যাপক ক্ষতি হবে।
আরও পড়ুন : গরমের ছুটি পুনর্বিবেচনার দাবিতে সাইকেলে জেলা সফর শিক্ষকের