ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন যাবত দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ। তালিকাটা নেহাত কম নয়। এই পরিস্থিতিতে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। কার্যত যেসব বিদ্যুৎ পোস্টগুলি খোলা অবস্থায় রয়েছে, সেগুলির ওপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও রাজ্য বিদ্যুৎ দপ্তরকে। পাশাপাশি নবান্নের(Nabanna) তরফ থেকে জানানো হয়েছে, নজরদারিতে কোনরকম গাফিলতি যদি পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় হুকিং আটকাতেও এবার কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছে নবান্ন। একইসাথে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটি নতুন গাইডলাইন দেওয়া হবে। কার্যত নবান্নের এত সাবধানতা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আটকাতে পারে কিনা সেদিকেই এখন থাকবে নজর।
বহুতলে আগুন ধানবাদে, এখনও পর্যন্ত মৃত ১৪ জন
ডিজিটাল ডেস্কঃ শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ধানবাদে (Dhanbad)। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ধানবাদের আশীর্বাদ টাওয়ারের সাততলা এবং তিনতলায় ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটে...
Read more