বাগডোগরা: তিন মাসেই বাগডোগরা বিমানন্দরের সম্পসারণের কাজের টেন্ডার হয়ে যাবে। আজ এমনটাই আশ্বাস দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে দার্জিলিং মোড় হয়ে যে ১৩ কিলোমিটার রাস্তার পরিকল্পনা করা হয়েছে সেই কাজও শুরু হতে মাস দেড়েক লাগবে বলে জানান তিনি। সেবকে করোনেশন সেতুর বিকল্প সেতুর টেন্ডারও মাস দেড়েকের মধ্যেই হবে বলে জানিয়েছেন সাংসদ।
রাজু বিস্টের দাবি, কেন্দ্রীয় সরকার এই এলাকার উন্নয়নের বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে শিলিগুড়িকে স্মার্ট সিটি করা, শিলিগুড়ি হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা, ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা সহ একাধিক প্রস্তাব দেন। এই প্রস্তাব রূপায়নে কেন্দ্রের সাহায্য দরকার হলে তিনি তা সুনিশ্চিত করবেন বলেও জানিয়ে দেন।
আরও পড়ুন : সাইবার ক্রাইম নিয়ে সচেতন করতে উদ্যোগ