কলকাতা: সোনাগাছিতে যৌনকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে সোনাগাছির ( Sonagachi) দুর্গাচরণ স্ট্রিটের গলিতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, গলার নলি কেটে এক যৌনকর্মীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যৌনকর্মীর নাম প্রার্থনা মুখোপাধ্যায়। শুধু খুন নয়, ওই যৌনকর্মীর ঘরের আলমারি খুলে জিনিসপত্র তছনছ করেছে দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বটতলা থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই যৌনকর্মীকে খুন করা হয়েছে। গোপন কিছুর খোঁজ চালিয়েছে দুষ্কৃতী। তাঁকে খুন করে পরে তাঁর ঘরে লুটপাট চালানো হয়। তবে দুষ্কৃতী কী জিনিস খুঁজছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, গতকাল দু’জন খদ্দের আসে তাঁর ঘরে। কিন্তু সেই খদ্দের কখন কোন রাস্তা দিয়ে বেরিয়ে যায়, তা কেউ বলতে পারছেন না। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে এই খদ্দেরের যোগ থাকতে পারে। পুলিশ ওই খদ্দেরের খোঁজে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ পার্থর গ্রেপ্তারিতে খুশি হলেও দ্রুত চাকরি চান এসএসসি আন্দোলনকারীরা