বালুরঘাট: বইমেলায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শহরের হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় বইমেলার সামনেই ওই শিক্ষককে মারধরের অভিযোগে আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সৈকত দাস। তিনি বালুরঘাট শহরের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। অভিযোগ, রবিবার বালুরঘাটে বইমেলার শেষ রাতে ওই চকভৃগুর এক মহিলাকে শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। এরপর ওই শিক্ষক বইমেলা থেকে বেরোতেই বইমেলার গেটের সামনেই তাকে ব্যাপক মারধর করে কয়েকজন যুবক বলে অভিযোগ। এই ঘটনার বিচার চাইতে ওই শিক্ষক ও নির্যাতিতা মহিলা দুজনেই বালুরঘাট থানায় অভিযোগ ও পালটা অভিযোগ দায়ের করে। এরপরই শিক্ষক সহ মোট চারজন গ্রেপ্তার হয়।
যদিও ধৃত শিক্ষক সৈকত দাসের বক্তব্য তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহম্মদ নাসিম বলেন, গতকাল রাতে বইমেলা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial