জটেশ্বর, ১১নভেম্বরঃ স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটে জটেশ্বরে। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল টিউশন পরে বাড়ি ফিরছিল উচ্চমাধ্যমিকের ওই ছাত্রী। বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী এক যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকি তার মুখে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেয়। ঘটনায় জটেশ্বর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, এদিন অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।
- Advertisement -