মুম্বই: কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে শোরগোল শুরু হয়েছে দেশজুড়ে। এই বিতর্কের মাঝে ইতিমধ্যেই আফগানিস্তানের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায়, ‘হিজাব পরে যদি কেউ নিজের সাহস দেখাতে চান, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরখা না পরে ঘুরে বেড়ান। সেখানে গিয়ে বোরখা না পরে ঘুরলে তবেই আপনি নিজের সাহস দেখাতে পারবেন।’ হিজাব নিয়ে কঙ্গনার ওই মন্তব্যের পর এবার তাঁকে একহাত নিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তাঁর কঙ্গনাকে পালটা জবাব, ‘যতদূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো?’
কর্ণাটকের উদুপির পি ইউ কলেজে হিজাব বিতর্ক নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। হিজাব পরে কলেজে প্রবেশ করলে, তার পরিবর্তে গেরুয়া উত্তরীয় পরেও অনেকে হাজির হতে শুরু করেন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে যায়। বিতর্ক চরমে পৌঁছোতেই সেরাজ্যে তিনদিন স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন সরকার।