উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সলমন খানের পরবর্তী ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিও করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২৫ জুন অর্থাৎ শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লাইভে এসেছিলেন বলিউড ‘বাদশা’। সেখানে অনুরাগীদের সঙ্গে নানান বিষয়ে সাক্ষাৎ করেন তিনি। লাইভে অনুরাগীরা যা প্রশ্ন করছিল সেসবের উত্তরও দিচ্ছিলেন তিনি। তখনই তাঁর আসন্ন ‘পাঠান’ ছবির বিষয়ে কথা বলেন। পাশাপাশি ‘ভাইজান’ সলমন খানের ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিও করার কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া ‘পাঠান’ ছবিতে সলমন খান ক্যামিও করবেন।
লাইভে বলিউডের ‘রোম্যান্স কিং’ বলেন, “সলমন খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নয়। বন্ধুত্ব, ভালোবাসা, খুশির অভিজ্ঞতা রয়েছে। তাঁর সঙ্গে এখনও আমার গোটা কোনও ছবি করা হয়নি। তবে যতটুকু কাজ করেছি তার অনুভূতি অনেক ভালো। এর আগে সলমন আমার ‘জিরো’ ছবির একটি গানে কাজ করেছিলেন। এরপর ‘পাঠান’ ছবিতেও কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো।“