উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। তা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউডের ‘শেহেনশা’ অমিতাভ বচ্চন। পাশাপাশি থাকবেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন। কিন্তু বলিউড ‘বাদশা’ শাহরুখ খান অনুষ্ঠানে আসবেন কী না তা নিয়ে সংশয় ছিল। তারই উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, শাহরুখ খান উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে। এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও বলেন, ‘চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশের প্রতিনিধি আসছেন। তাঁদের একবার বিধানসভা স্মারক ভবনে ঘোরানো হবে। বিধানসভার স্পিকার চা-চক্রের আয়োজন করবেন। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান আসবেন বলে জানিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও আমন্ত্রণ রয়েছে। আরও অনেকে উপস্থিত থাকবেন।‘
আরও পড়ুন : ভারতীয় জওয়ানকে অপমানের অভিযোগ, গ্রেপ্তারের দাবি রিচা চাড্ডাকে