ডিজিটাল ডেস্ক : গতকালই ঠিক হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দুপুরবেলায় বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। এই বৈঠকের কারণে সুকান্ত মজুমদার তাঁর কলকাতা ফিরে আসা বাতিল করেন গতকাল। কিন্তু আজকে গুজরাট (gujrat) এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর তাই বাতিল হচ্ছে শাহী বৈঠক।
প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে যোগ দিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার গিয়েছেন দিল্লি। আজকে তাঁর ফিরে আসার কথা থাকলেও জানা যায়, তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করার কথা বলেন। সে ক্ষেত্রে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।
প্রসঙ্গত, রাজ্যের সামনে বর্তমানে পঞ্চায়েত নির্বাচন। আর রাজনৈতিক মহলের অনেকেই বলতে শুরু করেছিলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলতেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। প্রসঙ্গত, বঙ্গ বিজেপি শিবির নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট চিন্তিত বলে জানা যাচ্ছে। তবে এদিন শাহী বৈঠক বাতিল হলেও কবে আবার নতুন করে এই বৈঠক হতে চলেছে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে অনুমান করা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক অবশ্যই হবে।