উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানি। মজার ছলে সেই ছবির ঘোষণা করেছেন ‘কিং খান’। মঙ্গলবার একটি ভিডিও-র মাধ্যমে ‘ডাঙ্কি’ ছবি ঘোষণা করেন বলিউড ‘বাদশা’। শাহরুখ খান ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তাপসী পান্নু। জিও স্টুডিয়োজ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মসের ব্যানারে আসছে ‘ডাঙ্কি’। ছবির নামের সঙ্গে মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
প্রসঙ্গত, জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির ঝুলিতে রয়েছে একাধিক ছবি। মুন্নাভাই এমবিবিএস, সঞ্জু, পিকে, থ্রি ইডিয়টস-এর মতো জনপ্রিয় ছবিগুলোর পরিচালনা করেছেন তিনি। এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খানের সঙ্গে। ছবির নাম, দিন ঘোষণা হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’ ছবি অপেক্ষায় রয়েছেন সকলেই।
আরও পড়ুন : হাসির মোড়কে গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরতে আসছে ‘জয়েশভাই জোরদার’