ডিজিটাল ডেস্ক : গতকাল গুজরাট(Gujarat) বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশ হয়েছে। এবং দেখা গেছে, গুজরাটে নজরকাড়া সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। রেকর্ড সংখ্যক আসন জিতে নিয়েছে তাঁরা। অন্যদিকে ঠিক উল্টো চিত্র কংগ্রেসে। গুজরাট বিধানসভা নির্বাচনে তাঁরা পেয়েছে মাত্র ১৭ টি আসন। সারাদেশে কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শতাব্দী প্রাচীন দলটি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট কমেছে অন্তত ১৪% এর বেশি বলে জানা গিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, গুজরাট বিধানসভা নির্বাচনে কার্যত কংগ্রেস সেভাবে প্রচারই চালায়নি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমকক্ষ কাউকে হাজিরই করতে পারেনি নির্বাচনের মঞ্চে কংগ্রেস। যার ফল তাঁরা হাতেনাতে পাচ্ছে। দেখা যাচ্ছে, গত ৯ বছরে দেশে ৫২ টি নির্বাচন হয়। যার ৪৭ টিতেই হেরে গিয়েছে কংগ্রেস শিবির। জোট করে তাঁরা সরকার গড়েছিল কর্ণাটক এবং মহারাষ্ট্রে।
কিন্তু বর্তমানে তা হাতছাড়া। তবে এতকিছুর মধ্যেও একমাত্র কংগ্রেসের মুখ রক্ষা হয়েছে হিমাচল প্রদেশে। সেখানে তারা ৪০ টি আসলে জিতেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছেন, স্থানীয় সমস্যার দিকে নজর দিয়ে হিমাচলে ভালো ফল করেছে কংগ্রেস। আগামী বছর আবার রাজস্থান ও ছত্তিশগড়ে নির্বাচন হতে চলেছে। এই দুই রাজ্যে কংগ্রেস নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখতে পারে কিনা, সেটা অবশ্যই দেখার। কারণ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই দুই রাজ্যের জয় কংগ্রেসের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।