উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক গাল ভর্তি দাড়ি এবং উসকো খুসকো চুল নিয়ে পরবর্তী ছবি ‘শামশেরা’র জন্য দুর্ধর্ষ ডাকাতের রূপ নিয়েছেন রণবীর কাপুর। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলারে শিবা হিসেবে। এবার ‘শামশেরা’র (Shamshera) টিজারে একেবারে ভিন্ন রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তারকা। ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর তৈরি হয়েছে ‘শামশেরা’র চিত্রনাট্য। ছবিতে বেশ বিদ্রোহী মেজাজেই দেখা যাবে তাঁকে। নায়িকার ভুমিকায় রয়েছেন ভানি কাপুর। ছবির টিজারে অবশ্য তাঁর দেখা সেভাবে পাওয়া যায়নি। তবে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। আবারও একবার খলনায়কের ভূমিকায় তিনি বাজিমাত করেছেন। তাঁর লুকও বেশ নজরকাড়া। আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘শামশেরা’ তৈরি করেছেন পরিচালক করণ মালহোত্রা। এর আগে অগ্নিপথ এর মতো ছবির পরিচালনায় ছিলেন তিনি। ২২ জুলাই মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’।
আরও পড়ুন : আফগান শরণার্থী যেন অবিকল অমিতাভ, স্টিভ ম্যাককারির ছবিতে গুঞ্জন নেট দুনিয়ায়