ফরাক্কা: গত ১১ বছরে ডুয়ার্সের উন্নয়ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)অনেক সহযোগিতা করে চলেছেন। এদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে পৃথক করে আলাদা রাজ্য করার চক্রান্ত চলছে। এর প্রতিবাদে ডুয়ার্স থেকে ‘শান্তির মাটি’ নিয়ে বাংলা ভাগের চক্রান্ত রুখতে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় রওনা হয়েছেন শংকর ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে তিনি ফরাক্কায় পৌঁছোলে তাঁকে অভ্যর্থনা জানান বিধায়ক মনিরুল ইসলাম। জানা গিয়েছে, কলকাতায় পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে এলাকার মাটি তুলে দেবেন তিনি।
শংকরবাবু জানান, কিছু অশুভ শক্তি দুই বাংলাকে পৃথক করে আলাদা রাজ্য করতে চাইছে। আলিপুরদুয়ারে এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাণ থাকতে দুই বাংলাকে ভাগ হতে দেব না। তাই দুই বঙ্গের মানুষের মধ্যে শান্তির বার্তা এবং ডুয়ার্সের মাটি নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। পাশাপাশি বিধায়কের প্রশংসা করতেও শোনা যায় শংকরবাবুকে। বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘খুব ভালো লাগছে। শংকরবাবু দিদির কাজে মুগ্ধ হয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ডুয়ার্সের মাটি নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে যাচ্ছেন। ওখানকার মানুষের চিন্তন মননের একটা স্বাদ রয়েছে এই মাটিতে। পাশাপাশি সোনার বাংলাকে অক্ষত রাখার একটি বার্তা রয়েছে। শংকরবাবুর এই ইতিবাচক যাত্রা নিশ্চয় সফল হবে।’
আরও পড়ুন : চিকিৎসক দিবসে সংবর্ধনার আয়োজন