Breaking News: শিলিগুড়িতে বিজেপির প্রার্থী শংকর ঘোষ

159
ছবি সৌজন্যে ফেসবুক

শিলিগুড়ি: বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তৃণমূল, সিপিএম থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরে যেমন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, ‘বামদুর্গ’ বলে পরিচিত শিলিগুড়িতে প্রার্থী করা হয়েছে সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শংকর ঘোষকে।

শিলিগুড়িতে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের সঙ্গে বিজেপি প্রার্থী শংকর ঘোষের কড়া টক্কর হবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির প্রার্থী হয়েছেন শিখা চট্টোপাধ্যায়। সেখানে তৃণমূলের প্রার্থী গৌতম দেবের সঙ্গে তাঁরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

একনজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিজেপির প্রার্থী তালিকা-

শিলিগুড়ি: শংকর ঘোষ

ডাবগ্রাম-ফুলবাড়ি: শিখা চট্টোপাধ্যায়

কামারহাটি: রাজু বন্দ্যোপাধ্যায়

রাজারহাট-গোপালপুর: শমীক ভট্টাচার্য

ভবানিপুর: রুদ্রনীল ঘোষ

পাণ্ডবেশ্বর: জিতেন্দ্র তিওয়ারি

কৃষ্ণনগর উত্তর: মুকুল রায়

ময়ূরেশ্বর: শ্যামাপদ মণ্ডল

বীজপুর: শুভ্রাংশু রায়

আসানসোল দক্ষিণ: অগ্নিমিত্রা পাল

মাটিগাড়া-নকশালবাড়ি: আনন্দময় বর্মন

ফাঁসিদেওয়া: দুর্গা মুর্মু

হাবড়া: রাহুল সিনহা

বরানগর: পার্ণো মিত্র

কালনা: বিশ্বজিৎ কুণ্ডু

বিধাননগরে: সব্যসাচী দত্ত