নয়াদিল্লি: দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াক রেল মন্ত্রক, প্রাক্তন রেল মন্ত্রী তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) প্রণীত প্রকল্প ফিরিয়ে নিয়ে আসা হোক, অবিলম্বে সারা দেশে চালু করা হোক ‘ইজ্জত মান্থলি’ প্রকল্প, বৃহস্পতিবার রাজ্যসভায় দাবি তুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ ইউপিএ-২ জমানায় রেল মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণীত এই ইজ্জত মান্থলি প্রকল্পে সারা মাসে মাত্র ২৫ টাকা দিয়ে মান্থলি টিকিট কিনে ১০০ কিমি দূরত্বের মধ্যে প্রতিদিন যাতায়াত করতে পারতেন খেটে খাওয়া আমজনতার প্রতিনিধিরা৷ পরবর্তীকালে এই প্রকল্পের অবলুপ্তি ঘটেছে৷ দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে, ক্রমবর্ধমান চরম বেকারত্বের মাঝে রেল মন্ত্রকের উচিত অবিলম্বে প্রাক্তন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণীত প্রকল্প ইজ্জত মান্থলি ফিরিয়ে নিয়ে আসা, খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানো, বৃহস্পতিবার রাজ্যসভায় দাবি তোলেন তৃণমূল কংগ্রেসের চিকিত্সক সাংসদ শান্তনু সেন৷
আরও পড়ুনঃ গুজরাটে জিতলেও অন্যান্য রাজ্যের ফলে অস্বস্তি বিজেপিতে