ডিজিটাল ডেস্ক : গেরুয়া শিবিরের আকাশে এই মুহূর্তে অশান্তির কালো মেঘ। কার্যত কিছুদিন যাবত গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েট নেতা বিদ্রোহ করতে শুরু করেছেন, যার মধ্যে অন্যতম হলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কার্যত রাজ্য কমিটিতে মতুয়াদের কোনো প্রতিনিধি না থাকায় শান্তনু ঠাকুর বিদ্রোহ করেছেন এবং দলের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। পাশাপাশি শান্তনু ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে বিজেপির একাধিক হেভিওয়েট নেতাকে বিভিন্ন ইস্যুতে বিদ্রোহ করে দলের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিতে দেখা গিয়েছে। এই অবস্থায় আজকে পরিস্থিতি সামলাতে বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে নিয়ে। কিন্তু তাতে দেখা যাচ্ছে, সমস্যার কোনো সমাধান হয়নি। বরং বৈঠক থেকে বেরিয়ে শান্তনু ঠাকুর আরও একবার বিদ্রোহ ঘোষণা করলেন। কার্যত তিনি জানিয়েছেন, দলের একজন ব্যক্তি সবকিছু কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। তবে সেই একজন ব্যক্তি যে কে, তা স্পষ্ট করেননি শান্তনু ঠাকুর। তবে ভবিষ্যতে তিনি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যা নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, বিজেপির অন্তর্কলহ এভাবে বাড়তে থাকলে আগামী দিনে কিন্তু বিপর্যয় নেমে আসবে গেরুয়া শিবিরে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দশে দশ | 17.05.2022 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more