নয়াদিল্লি: ৮১ বছরে পা দিলেন এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) সুপ্রিমো শরদ পাওয়ার। এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনসিপি সুপ্রিমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।‘ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন। এছাড়াও এনসিপি সুপ্রিমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। প্রসঙ্গত, কংগ্রেসে থাকাকালীন তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শরদ পাওয়ার।তিনি মনমোহন সিং সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীও ছিলেন।
আরও পড়ুন :প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক