আসানসোল: আসানসোলে পৌঁছোলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ঢাকের তালে হুডখোলা গাড়িতে করে সোমবার মনোনয়ন জমা দিতে বের হন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ( Lok Sabha by-election) তৃণমূল প্রার্থী(TMC candidate) ।
এদিন জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন শত্রুঘ্ন সিনহা।
আরও পড়ুন : স্কুল পোশাকের রং বদলের বিরোধীতায় শুভেন্দু