উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ডিসেম্বর মাসে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা আবহে ভার্চুয়ালি হবে এই বৈঠক।
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর দু’দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন।
- Advertisement -
Prime Minister Sheikh Hasina will hold a virtual meeting with her Indian counterpart Narendra Modi in mid-December. The meeting is likely to be held on Dec 16 or 17, Foreign Minister AK Abdul Momen said: Bangladesh media (file photo) pic.twitter.com/oYR41fG6aH
— ANI (@ANI) October 19, 2020
বৈদেশিক বাণিজ্য, তিস্তা জলচুক্তি, করোনা ভ্য়াকসিন, সীমান্ত সমস্যা নিয়ে সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করোনার কারণে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে।