মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাস্যকর ভিডিও পোস্ট করার জন্য বিখ্যাত টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। সেরকমই একটি পোস্ট করলেন এবারও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরেকটি হাস্যকর ভিডিও পোস্ট করেছেন গব্বর।
ভিডিও-তে দেখা যাচ্ছে, তাঁর বাবা তাঁকে মারধর করছে। সেই সময়ে পরিবারের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করছেন। যদিও এরপরই ধাওয়ান লেখেন, চিন্তা করবেন না, এটি মজার জন্য করা হয়েছিল। ভক্তদের হাসানোর চেষ্টা করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ কিক বক্সিং প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পূর্ব মেদিনীপুরের প্রতিযোগীদের
প্রসঙ্গত, চলতি আইপিএলে শিখর ধাওয়ান ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন। তবুও তাঁর দল পঞ্জাব কিংস প্লে-অফে নাম লেখাতে পারেনি। ১৪ ম্যাচ খেলে ৭টি ম্যাচে জয় এবং ৭টি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে পঞ্জাব কিংস।