ডিজিটাল ডেস্ক : জনপ্রিয় গায়ক শিলাজিৎ(Shilajit) এবার কিছুটা হলেও সমস্যায় পড়েছেন। কারণ তার গান চুরি হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই শিলাজিৎ এর অ্যালবাম(album) ‘এক্স ইক্যুয়াল টু প্রেম'(X Equal to Prem) নামটি সৃজিত মুখোপাধ্যায়ের(Srijit Mukherjee) ছবির নামে দেখা গিয়েছে। তাই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। শিলাজিৎ নিজেও এই নিয়ে মুখ খুলেছিলেন। আর এবার একই অ্যালবামের আরেকটি গান ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’ গানটি উঠে এলো যাত্রাপালার নামে। কার্যত এই যাত্রাপালার পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায়(social media) শেয়ার করেছেন শিলাজিৎ নিজেই। তবে এক্ষেত্রে শিলাজিৎ ক্ষোভ প্রকাশ করেননি, বরং তিনি তাঁর ভালো লাগা প্রকাশ করে জানিয়েছেন- তাঁর সৃষ্টি নতুন প্রজন্মের কাছে আজও জনপ্রিয়। একইসাথে তাঁর সৃষ্টি যেভাবে তাঁকে ছাপিয়ে যাচ্ছে সেটাই সবথেকে ভালো লাগা তৈরি করছে তাঁর কাছে। শিলাজিৎ বিষয়টি নিয়ে না ভাবলেও এই নিয়ে কিন্তু শুরু নতুন বিতর্ক।
আরও পড়ুন : কিং খান অভিনীত রাজকুমারের ডানকি