উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আস্থা ভোটে জয়ী শিন্ডে সরকার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Eknath Shinde)। আস্থা ভোটে জয়ের জন্য ১৪৪ ভোট প্রয়োজন ছিল। তবে ম্যাজিক ফিগার পার করে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে শিন্ডে শিবির।
মহারাষ্ট্রে আস্থা ভোটের ফলাফল কী হতে চলেছে তা নিয়ে যাবতীয় সংশয় মিটে গিয়েছিল রবিবার স্পিকার নির্বাচনের পরই। বিজেপির স্পিকার পদপ্রার্থী রাহুল নারবেকার পেয়েছিলেন ১৬৪টি ভোট। সোমবার আস্থা ভোটে শিন্ডের সরকারও পেয়েছে সেই ১৬৪ ভোটই। তবে গতকাল স্পিকার ভোটে উদ্ধব শিবিরের প্রার্থী যে ১০৭ ভোট পেয়েছিলেন, এদিন তাও পেলেন না। এদিন আস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র ৯৯টি। ফলে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে যে শেষ পর্যন্ত কতজন আর উদ্ধব ঠাকরের সঙ্গে থাকবেন তা নিয়ে। আগেই শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছেন স্পিকার। উদ্ধব শিবিরের বিধায়ক অজয় চৌধুরীর নাম খারিজ করে দেওয়া হয়েছে। শিন্ডে শিবিরের দাবি, তাদের পক্ষে অন্তত ১৭৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। এদিন কালামনুরির শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন। জানা গিয়েছে, শিবসেনার সাংসদদের তরফেও আলোচনার মাধ্যমে শিন্ডের সঙ্গে সমঝোতায় আসতে উদ্ধব ঠাকরের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
আরও পড়ুন : আজ আস্থা ভোটের মুখোমুখি শিন্ডে, বড় পরীক্ষা উদ্ধবের