উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিরোমণি অকালি। কিছুদিন আগেই কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্রবধূ তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। হরসিমরতই ছিলেন পঞ্জাবের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী।
Shiromani Akali Dal (SAD) has decided to pull out of BJP-led NDA alliance because of the centre’s stubborn refusal to give statutory legislative guarantees to protect assured marketing of farmers crops on MSP & its continued insensitivity to Punjabi & Sikh issues: SAD pic.twitter.com/lC3xHczDm2
— ANI (@ANI) September 26, 2020
পঞ্জাবে কৃষি বিল বিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। শরিক অকালি দলও এই বিলের প্রতিবাদে সরব হয়েছে। এনডিএ জোটের অন্যতম পুরনো শরিক হল শিরোমণি অকালি দল। এই দল এবার এনডিএ জোট ছাড়ার চরম সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাবের পাশাপাশি দেশের অন্য রাজ্যগুলিতেও বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার কৃষি বিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।