তুফানগঞ্জ: শীতলপাটি শিল্পীদের প্রশিক্ষণ শুরু হল তুফানগঞ্জে। মঙ্গলবার শহরের ৬ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে শীতলপাটি শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ২৪ জন মহিলা সহ মোট ৩০ জন এদিন প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষক ছিলেন গৌরী চন্দ, গীতারানি পাল ও গৌরাঙ্গ দে। আগামী দু’মাস শিবিরটি চলবে বলে জানিয়েছেন তুফানগঞ্জ ১ ব্লকের শীতলপাটি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মণিন্দ্রমোহন চন্দ।
কনটেনার থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
ঘোকসাডাঙ্গা: পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে অভিযান চালিয়ে ভিন রাজ্যের একটি কনটেনার থেকে উদ্ধার হল প্রায় ১০১ কেজি গাঁজা। এই কাণ্ডে জড়িত...
Read more