উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়িতে সিআরপিএফ নিয়ে হানা দিল ইডি। এর আগে জমি দুর্নীতি মামলায় সাংসদকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাঁর বাড়িতেই হানা দিলেন ইডির আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্যই এই অভিযান বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরেই ইডির স্ক্যানারে রয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এর আগে সঞ্জয় সহ তাঁর ঘনিষ্ঠদের একাধিকবার নোটিশ পাঠিয়েছে ইডি। সঞ্জয়ের স্ত্রী ও ঘনিষ্ঠদের থেকে প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি। তারপরই টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদকে। যদিও শেষ দুটি সমনে ইডি দপ্তরে হাজিরা দেননি সঞ্জয়। এরপরই রবিবার সাংসদের বাড়িতে হানা দেয় ইডি।