শিলিগুড়ি ও মেটেলি: আজ মহা শিবরাত্রি। উত্তরবঙ্গ জুড়েই বিভিন্ন মন্দিরে শিবের বিশেষ পুজো করা হয়। হাজারে হাজারে ভক্ত উপোস করে শিবের মাথায় জল ঢালেন। নিয়ম অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাতের চার প্রহরে আলাদা আলাদা করে পুজো করা হয় দেবাদিদেবের। শিলিগুড়িতে বৃহস্পতিবার ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল ছিল সকাল থেকেই। শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। চলে বিশেষ পুজো।
শিবরাত্রি উপলক্ষ্যে মেটেলি ব্লকের বিভিন্ন শিব মন্দির গুলিতেতে শিবের মাথায় জল ঢালতে পূণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। স্থানীয় মানুষের পাশাপাশি এদিন পর্যটকদেরও দেখা যায় পুজো দিতে। এদিন নাগেশ্বরী চা বাগানের শিব মন্দির, বাতাবাড়ি ফার্ম, বাতাবাড়ি দিঘির পার, বড়োদিঘি বাগান সহ বিভিন্ন এলাকার শিব মন্দির গুলোতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের জন্য ছিল প্রাসাদের ব্যবস্থা। এছাড়াও আলিপুরদুযার থেকে মালদা সর্বত্রই মন্দিরগুলিতে ভিড় উপচে পড়ে। তবে করোনা পরিস্থিতির জন্য আলাদা করে সতর্কতা চোখে পড়েনি কোথাও।
জাঁকজমকপূর্ণভাবে শিবরাত্রি পালন করা হচ্ছে জয়ন্তীর মহাকালে। হাজার হাজার ভক্তের সমাগম হলেও এবার বড় মহাকালে যাওয়ার পথ বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুটানে লকডাউনের জেরে বড় মহাকাল বন্ধ রয়েছে। ছোট মহাকালেও উপচে পড়েছে ভক্তদের ভিড়। মহাকালের পথে নানা জায়গায় ভান্ডারা চলছে, সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছে। ভারত সীমান্তেও শিবরাত্রি উপলক্ষ্যে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে।