উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সেলফি তুলতে গিয়ে বিপত্তি! পা পিছলে জলপ্রপাতে পড়ে গিয়ে মৃত্যু হল চার কিশোরীর। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) বেলাগাভির কাছে কিতওয়াড়ের একটি জলপ্রপাতে। একসঙ্গে পাঁচ জন জলে পড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় এক কিশোরী। বেলাগাভি ইন্সটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা চলছে আহত কিশোরীর।এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য সেলফি তুলতে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে প্রাণহানীর ঘটনা। ছবি পোস্ট করাটা অনেকের কাছেই এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, যার জন্য প্রাণের তোয়াক্কাও করছেন না কেউ কেউ। সেলফি তুলতে গিয়ে একসঙ্গে চারজনের প্রাণহানীর ঘটনা ঘটল কর্নাটকের একটি পর্যটণ স্থলে। জানাগেছে, শনিবার কর্নাটকের বেলাগাভির কামাত গলি মাদ্রাসার ৪০ জন পড়ুয়া পিকনিক করতে গিয়েছিলেন বেলাগাভির কাছে কিতওয়াড়ের একটি জলপ্রপাতে। এই ঝর্ণা দেখতে প্রচুর পর্যটন ভিড় জমান। এদিন বিকেল নাগাদ মাদ্রাসার ৫ কিশোরী ঝর্ণার কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিল। সেই সময় পা পিছলে তাঁরা পড়ে যায় ঝর্ণার জলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার কিশোরীর। একজনকে কোনও ক্রমে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বেলাগাভি ইন্সটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা চলছে আহত কিশোরীর। এই ঘটনায় পর্যটনস্থলে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাগাভির জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র গাদাদি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনও প্রভাব না পড়ে, সেদিকে নজর রেখেছে পুলিশ। হাসপাতাল চত্বরেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত জুলাই মাসে একই রকম ঘটনা ঘটেছিল কর্নাটকের নাসেরগড়ে। সেখানে এক জলাশয়ের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জলাশয়ে পড়ে প্রাণ হারিয়েছিল ২২ বছর বয়সী এক যুবক। এর জন্য এই সোশ্যাল মিডিয়ার নেশাই দায়ী বলে মনে করেন অনেকে।