কলকাতা: রিজেন্ট পার্কের পর এবার তিলজলায় শুটআউট(Shootout)। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বচসার জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। বোমাও ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ(police)।
প্রসঙ্গত, গতকাল নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে বচসার জেরে রিজেন্ট পার্কে শুটআউটে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম দিলীপ সিং। উৎসবের আবহে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।